avertisements 2

বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার টঙ্গীর ‘সুন্দরী কুলসুম’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ‘সুন্দরী কুলসুম’ হিসেবে পরিচিত মাদক কারবারি কুলসুম আক্তার (২৯)। টঙ্গীর মাদকস্পট নোয়াগাও কেরানিরটেক বস্তি থেকে শুক্রবার (২৫ মার্চ) রাতে ৯৩০ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে কেরানিরটেক বস্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় মাদক কারবারি কুলসুম বেগমের আস্তানা ঘেরাও করা হয়। এসময় তাকে ৯৩০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুমের সহযোগীরা পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলসুম বেগমের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। হেরোইনসহ গ্রেপ্তারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2