avertisements 2

ভারতে নিহতের ৫ দিন পর দেশে এলো প্রান্তের লাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভারতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের পাঁচ দিন পর দেশে এসেছে নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুর এলাকার নাঈমুর রহমান প্রান্তের লাশ। শনিবার (১৯ মার্চ) রাত সোয়া ৮টায় বেনাপোল স্থলবন্দরে লাশটি এসে পৌঁছে। একই দুর্ঘটনায় প্রান্তের আরেক বন্ধু তাইহান তাবাচ্ছির সোয়াদ বিকালে দেশে এসেছেন।

রাত ৮টা ৫ মিনিটে প্রান্তকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরে পৌঁছায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন কাগজপত্র দেখা হচ্ছে। এই কাজ সম্পন্ন হলে নারায়ণগঞ্জের বাড়ির উদ্দেশে রওনা হবে অ্যাম্বুলেন্স।

এদিকে, একই ঘটনায় আহত তাইহান তাবাচ্ছির সোয়াদ বিকালে ফতুল্লার লালপুর এলাকার নিজ বাড়িতে পৌঁছান। তিনি বিমানে করে দেশে ফিরেছেন। সোয়াদের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। তার পরিবার সূত্র জানিয়েছে, সোয়াদ এখনও অসুস্থ। তার দুই হাতে ব্যান্ডেজ। তাই এই অবস্থায় কারও সঙ্গে দেখা করছেন না।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে নিহতের লাশটি দেশে আসার কথা ছিল। আহত সোয়াদ লাশ নিয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু অ্যাম্বুলেন্স বিকল হওয়াসহ নানা জটিলতায় অতিরিক্ত সময় লাগে।

এর আগে, ১৪ মার্চ রাতে ভারতের গোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রান্ত। একই ঘটনায় আহত হন একসঙ্গে ঘুরতে যাওয়া আরও তিন বন্ধু। তারা হলেন- ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫), ফতুল্লা থানা গেট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের দুই ছেলে আলী আকরাম আকিব (২৬) ও আলী আরমান আদিব (২২)। ভারতের গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয় প্রান্তের। আর গুরুতর আদিবকে ওই দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই তিন জন থেকে আলাদা হয়ে যাওয়া আকিবও আহত অবস্থায় অন্য একটি হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2