avertisements 2

ঢাকা উত্তরের প্যানেল মেয়রের ছেলে হেরোইনসহ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৫:০২ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪

Text

রাজধানীর পল্লবীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিস) প্যানেল মেয়র, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে (৪২) ইয়াবা এবং হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলার প্রধান আসামি করা হয় রফিকুল ইসলাম রুবেলকে। এর আগে গতকাল (বুধবার) মিরপুর-১১ নম্বরের বি ব্লকের মিল্লাত ক্যাম্পের সামনে থেকে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। 

বুধবার মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্পের সামনে ১১ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন মাদক কারবারি রুবেল। এর কিছু সময় পর গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার এসআই জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মাদকসহ রুবেলকে গ্রেফতার করেন।

এসআই জহির উদ্দিন আহমেদ বলেন, গতকাল (বুধবার) মাদকসহ রুবেল নামের একজনকে গ্রেফতার করেছি। তার বাবার নাম জামাল মোস্তফা। তিনি কাউন্সিলর কি না- তা জানা নেই।

এ বিষয়ে জানতে প্যানেল মেয়র জামাল মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতার রুবেল আমার ছেলে। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, অপরাধের সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন- তাদের কোনো ছাড়া নেই। তাদের আইনের আওতায় আনা হবে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2