ড্রেনে নেমে আলোচনায় মেয়র আতিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০২ এএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

এরমধ্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের ড্রেনের ভেতরে নেমে কাজ তদারকির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, একটি ড্রেনে নেমে স্লাব ধরে ভেতরে দেখছেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তার পাশে আরও কয়েকজনকে দেখা যায়।
ড্রেনে নামার সেই ছবি ডিএনসিসি’র ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, ‘জনগণের পয়সায় শহরোন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয়, এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন।
ছবিটি ভাইরাল হওয়ায় অনেকে মেয়রের এমন কাজের আন্তরিকতা নিয়ে প্রশংসা করছেন, আবার অনেকেই এ বিষয়ে সমালোচনা করে পোস্ট করেছেন। ছবিটির বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন, সামনে বর্ষা মৌসুম আসছে। জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম গতকাল লাউতলা এলাকায় নিজেই ড্রেনে নেমে কাজের মান ও সক্ষমতা পরীক্ষা করে দেখেন।
ফেসবুকে ছবিগুলো পোস্ট করে রাশিদুল আলম মোল্লা নামের একজন লিখেছেন, ‘অনেক শ্রদ্ধা আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম সাহেবের প্রতি।’ পোস্টটিতে একজন বিষয়টিকে ব্যঙ্গ করে কমেন্ট করলে এর জবাবে তিনি লিখেন, ‘একটা লোক ভালো কাজ করার চেষ্টা করছে, সেটাকে এপ্রেশিয়েট না করে ঢাকনা বন্ধ করার কথা বলাটা কি খুব ভালো কাজ হবে?।’
মেয়র সরাসরি এভাবে ড্রেনে নামার বিষয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি ভিন্য মন্তব্যও আসছে। অনেকে বলছেন, সিটি করপোরেশনের প্রকৌশলীরা উন্নয়নকাজের তদারকি ঠিকমতো করেন না। সে জন্যই মেয়রকে এভাবে দেখতে হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
