avertisements 2

ট্রাকচাপায় আমেরিকা ফেরত মেয়ে ও বাবার মৃত্যু, চালক আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৫২ এএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়ার ডাক বাংলার মোড় এলাকায় ট্রাকের চাপায় রিকশারোহী বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা ঘটনার পর ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতরা হলেন আলতাব হোসন (৪০) ও তার মেয়ে বেলী আক্তার (২০)। তাদের বাড়ি সোনারগাঁওয়ে শম্ভুপুরা এলাকায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, দুপুর দুইটার দিকে নগরীর চাষাড়ার ডাক বাংলার মোড় এলাকায় পঞ্চবটী মুখী নিহতদের বহনকারী রিকশাটি অন্যান্য গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলতাব হোসেন ও তার মেয়ে বেলী আক্তারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বাড়ি সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা গ্রামে। বেলী আক্তার সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরে নারায়ণগঞ্জ তার খালার বাসায় বেড়াতে এসেছিলেন। বাবা মেয়ে দুজনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার শিকার হন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2