avertisements 2

প্রকাশ্যে তুলে নিয়ে ঢাকা কলেজে ‘জিম্মি’করে রাখা আইডিয়াল ছাত্রের মুক্তি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ নভেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০১:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাজধানীতে গণপরিবহণে হাফ পাশের (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনরত আইডিয়াল কলেজের ছাত্রকে পুলিশের সামনে থেকে দিনদুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পর ‘জিম্মি’ থেকে ওই ছাত্র মুক্তি পান। ওই ছাত্রের মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদও।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাফ পাশের দাবিতে ছাত্ররা প্রথমে রাজধানীর নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করে। বেলা ২টা ১০ মিনিটের দিকে আন্দোলনের সমাপ্তি টানে তারা। পরে মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ এসে ছাত্রদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।  পরে প্রায় পাঁচ ঘণ্টা দুই পক্ষের দেনদরবার শেষে সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রকে ছাড়া হয়েছে।

জানা গেছে, হাফ পাশ নিয়ে চলা আন্দোলন আজকের মতো সমাপ্তির পর মিছিল নিয়ে ফেরার সময় অতর্কিত দুই দল ছাত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে ধরে নিয়ে যান ঢাকা কলেজের কিছু ছাত্র। পরে আইডিয়াল কলেজের ১১ জন শিক্ষকের একটি প্রতিনিধি দল ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খন্দকারের সঙ্গে সাক্ষাৎ করেন।  পরে সন্ধ্যায় আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন আহমেদ জানান, তারা তাদের ছাত্রটিকে ফিরিয়ে এনেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2