সভারে বাস ভাড়া বেড়েছে ১০ গুণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৩২ এএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটে সকাল থেকেই ফাঁকা সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন সড়ক। সীমিত আকারে চলছে কিছু বাস। তবে তাতেও প্রায় ১০ গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে ধামরাইয়ের বাথুলি, কালামপুর, ঢুলিভিটা, আশুলিয়ার নবীনগর, বাইপাইল, আশুলিয়া ও সাভারের সিআ্যান্ডবি, রেডিও কলোনি, সাভারসহ বিভিন্ন এলাকায় ঘুরে এসব তথ্য জানা যায়।
নবীনগরে গিয়ে অতিরিক্ত ভাড়ায় যাত্রী তোলার দৃশ্য দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, কোথাও কোথাও ভাড়া নেয়া হচ্ছে 'এক রেটে'।
সেখানে কথা হয় নাজমুল ইসলাম নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সাভার পর্যন্ত যাবো। এমনিতে ১০ টাকা ভাড়া। কিন্তু আজকে ১০০ টাকা ছাড়া বাসে উঠানো হচ্ছিলো না। নিরুপায় হয়ে উঠতে বাধ্য হলাম।
বাইপাইল থেকে সাভার যাচ্ছিলেন শরীফুল ইসলাম নামে আরেকজন। তিনি বলেন, সব বাসে গাবতলির যাত্রী তোলা হচ্ছে। ১০০ টাকা করে ভাড়া। মাঝখানে এমনকি পরবর্তী স্ট্যান্ডে নামলেও একই ভাড়া দিতে হবে। না হয় উঠতে দেয়া হচ্ছে না। এ সময় প্রায় সবগুলো বাসস্ট্যান্ডেই বিভিন্ন এলাকায় যেতে ইচ্ছুক যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
