avertisements 2

এবার রাজধানীতে খালে পড়ে নিখোঁজ ১

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৩৬ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ঘটনাস্থলে ফায়ারের ২টি ইউনিট ও ডুবুরিরা আছেন। তারা আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে উদ্ধারে কাজ করছেন। সর্বশেষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে চট্টগ্রামে নালার পাশ হেঁটে যাওয়ার সময় পরে গিয়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া। একদিন পর তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এর আগে ভারি বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ২৫ অগাস্ট সকালে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2