পোস্তগোলায় কচুরিপানার সঙ্গে ভেসে এলো যুবতীর লাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। পোস্তগোলা এলাকায় মাঝ নদী থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লাল রঙের পায়জামা ও লাল সাদা প্রিন্টের কামিজ। লাশটি কয়েক দিন আগের হওয়ায় পচে গলে ফুলে গেছে। এ কারণে শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি।
সদরঘাট নৌ থানার ওসি আব্দুল কাইয়ুম সরদার জানান,বাবুবাজারের দিক থেকে কচুরিপানার সঙ্গে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।