এক্স-রে করে জানা গেল আসামীদের পেটে ২৫ লাখ টাকার ইয়াবা!
এক্স-রে করে জানা গেল আসামীদের পেটে ২৫ লাখ টাকার ইয়াবা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৩৩ এএম, ২৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে ৮ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. কাজী কামরুল (২৩), শেখ হৃদয় (২৩), ওমর ফারুক (২২) ও মো. হাবিবুর রহমান (২২)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা টেপ ও পলিথিন দিয়ে মুড়িয়ে ইয়াবাগুলো ক্যাপসুল আকারে গিলে ফেলে। যার আনুমানিক মূল্য পঁচিশ লাখ পয়ত্রিশ হাজার টাকা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
