রাজধানীতে সিএনজি পাম্পে প্রাইভেটকারে ২ যুবকের লাশ
রাজধানীতে সিএনজি পাম্পে প্রাইভেটকারে ২ যুবকের লাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৫৫ এএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

রাজধানীর সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্পে একটি প্রাইভেটকারের ভেতরে দুই যুবকের লাশ পাওয়া গেছে। নিহতরা হলেন- সিয়াম ও রাকিব। তারা ওই পাম্পের কর্মচারী বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, সকালে নাভানা সিএনজি পাম্পে গাড়ির ভেতরে দুই কর্মচারীর লাশ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
