পরিমণি ও এডিসি সাকেলায়েন সর্ম্পকে গাড়ি চালক যা বললেন
পরিমণি ও এডিসি সাকেলায়েন সর্ম্পকে গাড়ি চালক যা বললেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আলোচিত ঢাকা বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন। বিপুল মাদকসহ পরীমনিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা। একই সঙ্গে পরীমণির গাড়িচালকও দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য।
জিজ্ঞাসাবাদে পরীমণি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমণি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।
এরই মধ্যে পরীমণি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। ফুটেজটি সাকলায়েনের সরকারি বাসভবনের।
সেখানে দেখা গেছে, রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনীর মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন নায়িকা পরীমণি।
রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দু’জন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমণির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমণির পরনে ছিলো কালো রংয়ের পোশাক।
জানা গেছে, বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলায়েনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরীমণির বাসায় যাতায়াত শুরু করেন তিনি। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। সর্বশেষ নায়িকা সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান।
পরীমণির গাড়িচালক নাজির হোসেন সাংবাদিকদের জানান, পরীমণির সাথে ছিলেন ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন। তিনি বলেন, আমি ম্যাডামকে সকালে বাসা থেকে ওখানে দিয়ে আসি, আবার রাতে যেয়ে নিয়ে আসি। আমাকে ম্যাডাম রাতে ফোন করেন নিয়ে যাওয়া জন্য।
বনানীর বাসা থেকে যখন এডিসি সাকলায়েন পরীমণিকে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি কি ইউনিফর্মে ছিলেন? এমন প্রশ্নে গাড়ি চালক নাজির হোসেন বলেন, ‘তিনি (সাকলায়েন) তখন ‘সিভিল ড্রেসে, প্যান্ট-শার্ট’ পরিহিত ছিলেন, ‘সরকারি ইউনিফর্ম না’।
গাড়িচালক আরও জানিয়েছেন, হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দু’জন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। একসঙ্গে মদপানও করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার রাত ১১ টায় এডিসি গোলাম সাকলায়েন সরাসরি পরীমণির সঙ্গে পরিচয় বা সম্পর্কের বিষয়টি অস্বীকার করেননি।
তিনি বলেন, পরীমনির দায়েরকৃত মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে অনেক আগেই। এখন এ সংক্রান্ত মামলার তদন্ত কাজের সঙ্গে তিনি যুক্ত নন।
ফলে পরীমণি কেনো- অন্য যে কারও সঙ্গে চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এক্ষেত্রে তার বিরুদ্ধে কেউ অপপ্রচারে লিপ্ত হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
আরেকটি গণমাধ্যমকে তিনি জানান, পরীমণির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে তা প্রেমের সম্পর্ক নয় এবং বিয়েও করেননি। উল্টো পরীমণি তার বাসায় পরীমণি যাওয়ার কথা তিনি অস্বীকার করেন। পরে তার বাসায় যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে জানালে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য না করে চুপ থাকেন।