ফোনে কথায় বলায় বাবার বকাঝকা,কিশোরীর আত্মহত্যা
ফোনে কথায় বলায় বাবার বকাঝকা,কিশোরীর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ পিএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

ছবি প্রতীকী
রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করায় বাবার বকাঝকার জেরে এক এক কিশোরী (১৬) আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরীর নাম তাসমিম খাতুন। সে শনিরআখড়া বর্ণমালা স্কুলের শিক্ষার্থী। এবার সে এসএসসি পরীক্ষার্থী। রোববার রাত সাড়ে ৯টার পর তার লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
নিহত তাসমিমের বাবা মোহাম্মদ তুষার বলেন, ঠিকমতো লেখাপড়া না করে মুঠোফোনে সময় কাটানোয় বকাঝকা করার জের ধরে রোববার রাতে তার মেয়ে আত্মহত্যা করে। দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাসমিমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
