কঠোর লকডাউনে বাইরে তালা ঝুলিয়ে মাদরাসা চালু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৪৮ এএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

ঢাকা জেলার সাভার পৌর এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে তালা ঝুলিয়ে একটি মাদরাসায় শিক্ষা কার্যক্রম চালু রাখার অভিযোগে সেখানে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট। এসময় মাদরাসা খালি করে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২জুলাই) দুপুরে দিকে সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইরয়্যাহ মাদ্রাসায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘বাইরে তালা ঝুলিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু রাখার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা মেলে। আবাসিক ছাত্রও রয়েছে সেখানে। মাদরাসার যিনি প্রধান ওনাকে খুঁজে না পাওয়ায় অন্য যারা আছেন তাদের মুচলেকা নিয়ে বিকালের মধ্যে ওনারা সম্পূর্ণ ভাবে মাদরাসা বন্ধ রাখবেন এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
