ধানমন্ডিতে সিসা লাউঞ্জে অভিযান, ২৫ তরুণ-তরুণী আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:০৭ এএম, ১৬ এপ্রিল,
বুধবার,২০২৫

ধানমণ্ডি ১৫ নম্বরের ওজং রেস্টুরেন্ট, নামে রেস্টুরেন্ট হলেও আড়ালে সিসা বার পরিচালনা প্রতিষ্ঠানটির মূল ব্যবসা। বুধবার (২ জুন) রাত সাড়ে আটটার দিকে রেস্টুরেন্টটিতে অভিযান চালায় ডিবি রমনা বিভাগের ধানমণ্ডি জোন। অভিযানের এক পর্যায়ে বিপুল পরিমাণ সিসা সেবন যন্ত্রপাতি জব্দ করে তোলা হয় ডিবির গাড়িতে, সেই সঙ্গে আটক করে গাড়িতে তোলা হয় কর্মরত কর্মচারী কর্মকর্তা ও রেস্টুরেন্টে আগত অন্তত ২৫ জন তরুণ তরুণীকে।
কিছুক্ষণ পরই অভিযান মোড় বদলায়। আটককৃতদের সঙ্গে সিসা বারের মালামাল গাড়ি থেকে পুনরায় রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। এরপর গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে আবার মালামাল ও আটককৃতদের তোলা হয় ডিবির গাড়িতে। এ সময় গণমাধ্যম কর্মীদের রেস্টুরেন্টের ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি। এমনকি অভিযানের বিষয়ে মুখ খোলেননি ডিবির কেউ। রাত সোয়া ১১টার দিকে অনেকটা তড়িঘড়ি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আটককৃতদের।
অভিযান চালানো ওজং রেস্টুরেন্টের মালিক শেখ ইকবাল খোকন ওরফে গোল্ডেন খোকন। তিনি ধানমণ্ডির একটি স্পোর্টস ক্লাবের পরিচালকও।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
