avertisements 2

রাজধানীতে রাস্তায় ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৪৫ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডে ময়লা রাস্তাতে ফেলে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার বিকেলে ডিপো থেকে সমস্ত ময়লা এনে রাস্তার দুই পাশে ফেলে রেখে আন্দোলন করেন তারা।

পরিচ্ছন্নতা কর্মীদের এমন বিক্ষোভে সড়কে যান চলাচল বন্ধ থাকে অনেকক্ষণ। তৈরি হয় যানজটের।

তারা জানান, কোনো কারণ ছাড়া তাদেরকে থানাতে আটকে রাখা হয়েছে। পুলিশ তাদের মারধর করে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। স্থানীয় এক বাসিন্দাদের সাথে এক পরিচ্ছন্নতা কর্মীর কথা কাটাকাটির ঘটনায় থানা পুলিশ বেশ কয়েকদিন ধরে তাদের ভয় ভীতি দেখাচ্ছে।

জানা যায়, পুলিশি হয়রানির হাত থেকে রক্ষা পেতে তারা ময়লা ফেলে এ প্রতিবাদ করছেন। তবে থানা পুলিশের দাবি, পরিচ্ছন্নতা কর্মীদের কোনোভাবেই হয়রানি করা হচ্ছে না।

বিষয়: ময়লা

আরও পড়ুন

avertisements 2