হানিফ ফ্লাইওভারের উপর পড়ে ছিল মামুনের নিথর দেহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৩ এএম, ৭ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ১০:৪৮ এএম, ১৬ এপ্রিল,
বুধবার,২০২৫

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর থেকে মামুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
সোমবার (৫ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া বারোটার দিকে মামুনকে মৃত ঘোষণা করেন।
ফ্লাইওভার থেকে মামুনকে উদ্ধার করা আল আমিন ঢাকা পোস্টকে বলেন, আমি ডেমরা থেকে গাড়ি করে ঢাকায় ফিরছিলাম। হানিফ ফ্লাইওভারে উঠে দেখতে পাই, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশেই একটি মোটরসাইকেল। তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহত ওই যুবকের আইডি কার্ড থেকে তার নাম জানা গেছে। মামুন চাঁদপুরের উত্তর মতলবের জহিরুল ইসলামের ছেলে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে কোন একটি গাড়ি মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
