avertisements 2

ঢাবি ক্যাম্পাসে গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তের হামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মে, বুধবার,২০২৪ | আপডেট: ০৬:২৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি:সংগৃহীত 

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঢাবির পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউটের বিপরীত পাশের রাস্তায় এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলার বিষয়ে পুরো ঘটনা উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন গোলাম মাওলা রনি। সেখানে তিনি লিখেন, আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় ৪/৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল।
হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল।

পরবর্তীতে হামলার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অবহিত করেছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2