খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৮:৪২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শিশু আয়ান । ছবি: সংগৃহীত
রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শামীম আহমেদ জানান, এখনো কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েছে সে মারা গেছে।
এর আগে ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়ে ছিলেন, আয়ান তাদের পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থ প্রায়।
তিনি বলেন, ‘ইউনাইটেডের এক ঘটনায় পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।’