কাজী ফিরোজ রশীদের দোয়া নিলেন সাঈদ খোকন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৫৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
‘দোয়া’ নিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের বাসায় গেছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র সাঈদ খোকন। সোমবার দুপুর ১২টার দিকে তিনি কাজী ফিরোজ রশিদের ধানমন্ডির বাসায় যান।
সাঈদ খোকন বলেন, ‘আমরা এক সঙ্গে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজ চাচার কাছে এসেছি দোয়া নিতে। চাচা আমাদের পাশে থাকবেন সেই আশা করি। আমাদের সম্পর্কটা এতই গভীর ছিল যে নির্বাচনে প্রতিপক্ষ হব তা কখনো ভাবিনি। আমরা এক সঙ্গে আছি, থাকব।’
সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ আমাদের বন্ধু, একসঙ্গে রাজনীতি করেছিলাম। তাই যখনই বুঝতে পেরেছি সাঈদ খোকনের মনোনয়ন বৈধ হয়েছে তখনই সিদ্ধান্ত নিয়েছি আমরা একসঙ্গে কাজ করব।’
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে ‘ঢাকা-৬ আসন’ নিয়ে সমঝোতা না হলে ফিরোজ রশীদ ভোট থেকে সরে যান। তবে এর আগের দুই নির্বাচনে নৌকার সঙ্গে সমঝোতায় এ আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।