avertisements 2

দিনে সেলুন কর্মচারী, রাতে তিনি ছিনতাইকারী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:০২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে সোহাগ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন। ওসি মহসীন বলেন, গ্রেপ্তার সোহাগ দিনে সেলুনে চাকরি করে, আর রাতে ছিনতাই করে। সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা বাসগুলোকে টার্গেট করে।

বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়। ওসি আরো বলেন, গতকালও সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়। সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। চাকরি শেষে সে ছিনতাই করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2