avertisements 2

গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুরে ৪ হাজার জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ১১:৪০ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চলে একটি কারখানার ভেতর পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় চার হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার বাদী এসআই আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় তুসুকা কারখানার ভেতরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করেন। এসময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। তারা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক। এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।

এসআই জানান, গ্রেপ্তার ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2