avertisements 2

রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে তরুণী নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:০৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাজধানীর মালিবাগে ফ্লাইওভারের ওপর থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

তবে ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। নিহতের নাম সাহিদা ইসলাম ওরফে মীম (২১)। হাতিরঝিল থানা এলাকার ওমর আলী লেনে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।  তার বাবার নাম শেখ আবু সাঈদ মা আজিমুন ইসলাম। তার বাবা বেঁচে নেই। 

রমনা থানার এসআই আমেনা খানম বলেন, কফি খাওয়ার কথা বলে সাহিদার এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি পরিবার। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2