avertisements 2

গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:০২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

গাজীপুর মহানগরে গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে বাসন থানা এলাকা থেকে এক অটোরিকশা চালকের, সকালে সদর থানাধীন মাস্টার বাড়ি এলাকা থেকে এক যুবকের ও গতকাল বুধবার সকালে এবং সন্ধ্যায় গাছা থানা এলাকা থেকে পৃথক দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, মাস্টারবাড়ি এলাকার একটি দোকানের টিনের চাল থেকে মো. রাসেল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দোকান টিন কেটে চুরি করতে যাওয়ার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাসেল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা অফিসপাড়া এলাকার মো. আকবরের ছেলে।

অপরদিকে, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, বাসন থানা এলাকায় নুর ইসলাম (৪৫) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ ভোর রাত আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, গতকাল বুধকার সকালে গাছা থানা এলাকা থেকে নাদিয়া আক্তার (১০) ও সন্ধ্যায় সুমাইয়া খাতুন (১৫) নামের দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর পৌতখালি এলাকার মোস্তফা আকন্দদের মেয়ে। নাদিয়া কিশোরগঞ্জের মিঠামইন থানার আ. সালামের মেয়ে। সে মহানগরীর হারিকেন এলাকায় বাবা-মায়ের সঙ্গে স্থানীয় সোহেলের বাসায় ভাড়া থেকে পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, নিহত দুই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2