avertisements 2

স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও তারা ‘হিজড়া’ সেজে করে চাঁদাবাজি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ১০:০৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

গ্রেপ্তার আটজন

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি (হিজড়া) সেজে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাজধানীর মিরপুরের টেকিনিক্যাল মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– হোসেন ওরফে শিলা হিজড়া,  মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া, আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া, সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া, মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া, মো. নয়ন ওরফে নিশি হিজড়া, মো. বেলাল ওরফে কেয়া হিজড়া ও মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া।

পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন ওই ব্যক্তিরা। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপুর্বক পকেট থেকে ২০০ টাকা বের করে নেন। পরে জাতীয় জরুরি সেবার-৯৯৯ নম্বরে ফোন করেন ভুক্তভোগী। তাৎক্ষণিক সাড়া দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পুরুষ। তাদের স্ত্রী-সন্তান আছে। এরপরও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ধরেই এ কারবার চালিয়ে আসছিলেন তারা। তাদের গুরুমাতা পাপ্পু হিজড়া। তিনি গ্রেপ্তার ব্যক্তিদের দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এনে হিজড়া সাজিয়ে যানবাহন, দোকানপাট ও বাসায় চাঁদাবাজিতে নামিয়েছেন। গুরুমাতা তাদের কাছ থেকে দৈনিক ৬০০ টাকা করে নেন। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2