avertisements 2

মশা অনেক বেশি হিংস্র হয়ে গেছে: মেয়র আতিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট, বুধবার,২০২৩ | আপডেট: ১১:৪৮ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

ফাইল ছবি

মশা অনেক বেশি হিংস্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, মশা নিধনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বুধবার (৯ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, পৃথিবীতে অনেক হিংস্র প্রাণী আছে। কিন্তু বর্তমানে মশা পুরো বিশ্বে আরও বেশি হিংস্র হয়ে গেছে। মশার কামড়ে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। সবাই মিলে চেষ্টা করলে আমার সুরক্ষিত থাকতে পারব।

তিনি বলেন, এডিস মশার কামড় থেকে বাচঁতে সবার সম্মিলিত সহযোগিতা চাই। বিশেষত অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা চাই। আমার কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি, প্রতি শনি ও বুধবার নিজ নিজ এলাকার ইমাম, খতিব, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা বাড়াতে সভা করতে। মশা নিধনে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্কুল-কলেজ ও মাদরাসাকে অগ্রাধিকার দিয়ে মশার লার্ভা ধ্বংসকারী কীটনাশক প্রয়োগ করা হবে বলে জানান মেয়র আতিক।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2