avertisements 2

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি : নিহত ৭, নিখোঁজ ৩, ট্রলার উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৪৮ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৪জন। তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার দুপুর ১২টার দিকে ট্রলারটি তীরে তোলা হয়েছে।

জানা যায়, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখান এর দিকে যাচ্ছিলো পিকনিকের ট্রলারটি। রাত আটটার দিকে খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।

ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। এ ঘটনায় প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৩ নারী ও ৪ শিশু রয়েছে। পিকনিকর যাত্রীদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতউব্দই ইউনিয়নে। নিহতদের নিকট আত্মীয়কে ২৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন। এ ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আরাকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) সুমন দেব আজ রোববার দুপুরে জানন , রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়।ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। ৭ জনের মৃতদেহ উদ্ধার করে ডুবুরী দল। ৩ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে দুপুর ১২টার দিকে তীরে তোলা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2