avertisements 2

ঢাকা-১৭ আসনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত কাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,শুক্রবার,২০২৩ | আপডেট: ১২:১৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা ডাকা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ছাড়াও নয়টি পৌরসভার মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার শেষ হওয়া মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের চারদিনের কার্যক্রমে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

এছাড়া নয়টি পৌরসভার মেয়র পদে ৭৮ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আজকের যৌথসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2