avertisements 2

তেজগাঁওয়ে প্রাইভেটকারে মিলল নারী-পুরুষের বিবস্ত্র মরদেহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুন, বুধবার,২০২৩ | আপডেট: ১২:০৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

উদ্ধার হওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত 

রাজধানীর তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকার থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৭ জুন) সকালে বিবস্ত্র অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাড়িটি এলেন বাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে ছিল।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩)। তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তাররানি (৪২)। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।

ডিসি এইচ এম আজিমুল হক বলেন, ‘নিহত দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। মরদেহ দুটি প্রাইভেটকারের ভেতরে বিবস্ত্র অবস্থায় ছিল। বর্তমানে তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘তাদের মৃত্যুর স্পষ্ট কোনো আলামত নেই। তাদের অবস্থা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2