কলাবাগানে যমুনা টিভির সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৫২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাংবাদিক কুদরত-ই-খুদা
রাজধানীর কলাবাগানে একটি বাসা থেকে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলাবাগানের লেক সার্কাসের একটি বাসার অষ্টমতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওই সাংবাদিকের নাম কুদরত-ই-খুদা (২৫)। তিনি যমুনা টেলিভিশনের নিউজ রুম এডিটর (ডিজিটাল) হিসেবে কর্মরত ছিলেন। কুদরতের বাড়ি সিরাজগঞ্জ সদরের হোসেনপুর উত্তর গ্রামে। তার বাবা আরিফ হোসেন ইতালিপ্রবাসী।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে- কুদরত আত্মহত্যা করতে পারেন। কারণ, একটি ফেসবুক গ্রুপে তিনি লিখেছিলেন, তিনি আত্মহত্যা করবেন।
ওসি জানান, দুপুরে ওই যুবকের বাসায় গিয়ে দেখা যায়, ভেতর থেকে দরজা বন্ধ করা। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কুদরতের বন্ধু ইফতিয়াক হোসেন সাংবাদিকদের জানান, পাঁচ বছর ধরে কুদরতের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল।