রাজধানীর উত্তরায় বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৫৪ পিএম, ৭ এপ্রিল,সোমবার,২০২৫

প্রতীকী ছবি
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে বাজারের ব্যাগে করে ফেলা যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে উত্তরা লুবানা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (০১ মে) দিনগত রাত ১২টার দিকে ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম খান শিশুটিকে উদ্ধার করেন।
আজ মঙ্গলবার (০২ মে) তিনি বলেন, রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিশুর কান্না শুনতে পাই। কান্না শুনে শিশুটিকে খুঁজতে থাকি। একপর্যায়ে দেখতে পাই, একটি বাজারের ব্যাগে কে বা কারা শিশুটি ফেলে রেখে গেছে। পরে শিশুটি উদ্ধার করে দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করাই।
তিনি আরও বলেন, নবজাতকটিকে উদ্ধারের সময় থেকে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মুখ দিয়ে রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। আমি নিজেও এখনো হাসপাতালে আছি।