avertisements 2

আম গাছে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ২ ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

দুই শিশুর মৃত্যুর পর স্বজনদের কান্না। ছবি: সংগৃহীত

রাজধানীতে আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ আরিয়ান মিয়া (৮) ও রায়হান মিয়া (২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ডেমরার বামৈল সাধুর মাঠ এলাকায় দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশু ডেমরার বামৈল সাধুর মাঠ এলাকার অটোরিকশাচালক মারফত মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ থানার বাজিতপুর গ্রামে।

দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। প্রায় চার বছর ধরে ঘটনাস্থলের পাশের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকি। দুপুরে ঘরের জানালা দিয়ে পাশের বাড়ির গাছের গোড়ায় দেখতে পাই দুইটা শিশু পড়ে আছে। পরে আমি দ্রুত আম গাছের গোড়ায় ছুটে যাই। রাবারের স্যান্ডেল ও কাঠের টুকরো দিয়ে তাদের টেনে আনার পর ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, পাশের বাসায় কয়টি আম গাছ আছে। ওই আম যেন কেউ ছিঁড়ে খেতে না পারে সেজন্য গাছের চারপাশ দিয়ে বিদ্যুতের সংযোগ দেয়া ছিল। এলাকার লোকজন ওই বাড়িটি দিপু মিয়ার বাড়ি বলেই চেনে। ওনাকে অনেকবার বলা হয়েছে, আপনি এভাবে গাছে বিদ্যুতের তার পেঁচাবেন না। কিন্তু তিনি কর্ণপাত করেননি। তিনদিন আগে এক কুকুর ওই গাছের গোড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আজ দুটি শিশুর মৃত্যু হলো বিদ্যুতের তারে জড়িয়ে। আজকের ঘটনায় আম গাছের মালিকের বাড়িতে স্থানীয় জনতা হামলা চালিয়েছে।

শিশুদের বাবা মো. মারফত মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। খুব কষ্টে ছেলে মেয়েদের নিয়ে দিন কাটাচ্ছি। আগে ভ্যান চালাতাম, দুদিন ধরে অটোরিকশা চালাচ্ছি। স্ত্রী বামৈল এলাকার একটি ছাতা ফ্যাক্টরিতে কর্মরত। প্রতিদিন স্ত্রী দুই ছেলেকে নিয়ে ফ্যাক্টরিতে যায়। ওরা বামৈল সাধুর মাঠে খেলাধুলা করে। কাজ শেষে মায়ের সঙ্গে তারা বাসায় ফিরে আসে। আজ তারা মাঠে না গিয়ে আম গাছের গোড়ায় আম কুড়াতে যায়। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি এই মৃত্যুর বিচার পাব কি জানি না।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্ছু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা অবগত আছে।’

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় আম গাছের মালিকের বাড়িতে স্থানীয় জনতা হামলা চালিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2