avertisements 2

সাত দিনের মাথায় সোনায় মোড়ানো জিলাপি বিক্রি বন্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোনায় মোড়ানো জিলাপি বিক্রি সাত দিনের মাথায় বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হোটেলটির ঢাকার ফেসবুক পেজে জানানো হয়, ‘গোল্ড জিলাপি সোল্ড আউট।’ এর আগে গত মঙ্গলবার ফেসবুক পোস্টে বলা হয়েছিল, বিশেষ জিলাপির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

জানা গেছে, ক্রেতাদের অতিরিক্ত চাহিদার কারণে মূলত খাবার উপযোগী যে সোনার প্রলেপ জিলাপিতে দেওয়া হতো, তার স্টক শেষ হয়ে গেছে। এ কারণে এ বছরের মতো এই জিলাপি বিক্রি বন্ধ করতে হচ্ছে। তবে এই ছয় দিনে কী পরিমাণ জিলাপি বিক্রি হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি তিনি।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশ থেকে খাবার উপযোগী সোনা নিয়ে আসা হয়। আগে থেকে কেউ অর্ডার করলে সোনায় মোড়ানো জিলাপি তৈরি করে সরবরাহ করা হতো। ইতোমধ্যে এই জিলাপি ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই জিলাপির স্বাদ নিতে অনেকেই অর্ডার করছেন। মূলত ঘিয়ে ভাজা জিলাপির ওপর সোনার প্রলেপ দিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, রোববার অর্ডার করা জিলাপি ডেলিভারির মধ্য দিয়ে এ বছর শেষ হচ্ছে সোনায় মোড়ানো জিলাপি বিক্রি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2