avertisements 2

বঙ্গবাজারে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:৫৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৩ ইউনিট কাজ করছে। এছাড়া ঢাকার সব ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আগুনের যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তাতে ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যেই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়েছি। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বর্তমানে ৪৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও আমাদের কাছে আসেনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2