উত্তরায় গাড়ি আটকে ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:৩৩ এএম, ১১ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মওদুদ হাওলাদার বলেন, ‘রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকাভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’
ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। সিসি ক্যামেরার দেখে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছি।’





