আসামি ধরতে গিয়ে নারীর কোপে ৩ পুলিশ আহত, আটক ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:৪৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
তথ্য গোপন করে একের পর এক বিয়ে করায় নারী নির্যাতন মামলার আসামিকে ধরতে গিয়ে স্ত্রীর বটির কোপে আহত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার ইন্সপেক্টরসহ তিন পুলিশ সদস্য। এ ঘটনায় হামলার মামলা হয়েছে। মামলা নং-৫০।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরার অ্যাপোলো গেইটের পাশে ৪৯২/২০ ভবনে আসামি ধরতে গেলে এআ ঘটনা ঘটে। এসময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ফোর্স নিয়ে ওই তাহেরা ইসলাম নামের ওই নারী এবং একাধিক বিয়ে করা স্বামী রায়সুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
এঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- ইন্সপেক্টর মাছুম, এসআই রাসেল এবং এএসআই আমির আফজাল।
এ তথ্য বাংলাভিশনকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান।
তিনি বলেন, ছিদ্দিকুর রহমানের ছেলে রায়সুল ইমলাম তিন বিয়ে করেও তথ্যটি গোপন রেখে চতুর্থ বিয়ে করেছেন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। ওই পরিবার বিয়ের পর তার আগের তিন বিয়ের তথ্য জানার পর বাড্ডা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি ধরতে গেলে বাড্ডা থানা পুলিশকে অপারেশনে সহযোগিতা করতে যান ভাটারা থানার পুলিশ। মামলা বাড্ডা থানায় হলেও আসামিরা থাকেন ভাটারা থানা এলাকায়। কিন্তু আসামি ধরতে গেলে আসামি তাহেরা ও রায়সুল পুলিশের উপর হামলা করে। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাহেরা ও রায়সুলকে গ্রেফতার করা হয়েছে।