বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৫০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অমর একুশে বইমেলায় চাঁদপুর থেকে আসা চার দর্শনার্থীর কাছ থেকে পুলিশ পরিচয়ে টাকা ছিনিয়ে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাদেরকে ছিনতাই মামলায় আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির এলাকা থেকে গ্রেফতার হওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মোহাইমিনুল ইসলাম ইমন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রাজিব হোসাইন রবিন। দুইজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
মোহাইমিনুল মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ সভাপতি এবং রাজিব হোসাইন রবিন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ সভাপতি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদপুর থেকে বইমেলায় আসা চার ব্যক্তিকে আটকে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেন মোহাইমিনুল ও রাজিব। বাড়িতে যাওয়ার ভাড়ার কথা বললে মোহাইমিনুল ও রাজিব তাঁদের ৬০০ টাকা ফেরত দিয়ে বাকি ৯০০ টাকা রেখে দেন। এ ঘটনায় সন্দেহ হলে ওই ব্যক্তিরা চিৎকার শুরু করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহাইমিনুল ও রাজিবকে আটক করে।
ওসি নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় করা ছিনতাই মামলায় মোহাইমিনুল ও রাজিবকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মোহাইমিনুল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী এবং রবিন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচিত।
এদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে সংগঠন কঠোর ব্যবস্থা নেবে। আইনী প্রক্রিয়া আইনের গতিতে চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন গণমাধ্যমকে বলেছেন, ‘অন্যায়কারীর বিরুদ্ধে আমাদের অবস্থান কঠিন। ইতোমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ এসব অপরাধের কারণে অনেকজনকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবারের ঘটনা পুলিশ জানিয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেব।