avertisements 2

তারেক বিদেশে বসে ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১১:৩৬ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দণ্ডিত ও পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে দেশের অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে তার সরকার সব ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশকে বিশ্বে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করছে।’

শনিবার (১৩ নভেম্বর) প্যারিসে নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সরকারপ্রধান। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি ইউরোপের অন্য দেশে অবস্থানরত দেশের নাগরিকরাও এতে যোগ দেন। প্রধানমন্ত্রী দেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক এলাকায় বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, ‘তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র মামলা ও একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি। সে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছে। এখন আর কেউই এ দেশকে অবহেলা করতে পারে না।’

তিনি বলেন, ‘দেশকে আমরা এমন অবস্থানে নিয়ে গেছি যে বিশ্ব আমাদের অবশ্যই সম্মান করবে। কিন্তু সরকারকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস মোকাবিলা করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ জনগণের ভাগ্যোন্নয়নের কাজ করেছে; কিন্তু ক্ষমতায় থাকতে বিএনপি-জামায়াত শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে।’

রোববার ফিরছেন প্রধানমন্ত্রী: গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে শনিবার দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানায়। এর আগে প্রধানমন্ত্রী লালগালিচার ওপর দিয়ে হেঁটে বিমানে ওঠার সময় ২১ সদস্যের গার্ড দল তাকে স্ট্যাটিক গার্ড অব অনার জানায়। রোববার সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে তিনি কপ২৬ বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য ইভেন্টে যোগদান করেন। ৩ নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছান। সেখানেও বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

৯ নভেম্বর প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা বিমানে প্যারিসের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। একই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছার পরপরই শেখ হাসিনা এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেদিনই তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেপের সঙ্গেও দ্বিপক্ষীয় বেঠক করেন।

প্রধানমন্ত্রী ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদ্যাপনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2