উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ১২ শ বস্তা চাল উদ্ধারের দাবিটি ভুয়া
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৪ জুন,
                                    বুধবার,২০২৫ | আপডেট:  ০২:১৯ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ১২ শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং সেসময় তাঁর বাবা পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে।
 
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়ি থেকে ১৬ বস্তা চাল উদ্ধারের ঘটনার।
 
উল্লেখ্য, এঘটনায় আটক মো. হুমায়ুন কবির উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।বিডিফ্যাক্ট
 
 
বিডিনিউজ২৪ থেকে জানা,   রোববার গভীর রাত দেড়টার দিকে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. হুমায়ুন কবিরের ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয় বলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান।
হুমায়ুন কবির ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ইউএনও জানান, ঈদ উপলক্ষে নিজ ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৬ বস্তা আতপ চাল বরাদ্দ পান হুমায়ুন কবির। এসব চাল তিনি নিজের বাড়িতে মজুদ করেন। কিন্তু ভিজিএফের চাল বাড়িতে রাখার কোনো নিয়ম নেই।
বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তারা প্রশাসনকে জানায়। প্রশাসন গিয়ে চাল উদ্ধার করে এবং ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।
তবে হুমায়ুন কবিরের দাবি, চালগুলো সোমবার গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, জব্দ করা চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হচ্ছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, মামলার প্রস্তুতি চলছে।
 


                                    
                                    
                                    
                                    
                                    


