avertisements 2

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে, বুধবার,২০২৫ | আপডেট: ১০:৫২ এএম, ৩০ আগস্ট,শনিবার,২০২৫

Text

সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে বুধবার (২৮ মে) হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাস শুরু হবে। আর আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে ঈদুল আজহার প্রথম দিন হিসেবে পালন করা হবে। এ ছাড়া আরাফাহ দিবস পালিত হবে আগামী ৫ জুন (বৃহস্পতিবার)।

এর আগে গত রবিবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত বলেন, ‘কেউ খালি চোখে অথবা দুরবিনের মাধ্যমে চাঁদ দেখলে নিকটস্থ আদালতে অবহিত করুন।’ সরাসরি আদালতের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়।

এর আগে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুর। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এদিন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে মালয়েশিয়ায় এদিন জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৭ জুন (শনিবার) দেশটি পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। ব্রুনেই ও সিঙ্গাপুরেও এদিন চাঁদ দেখা যায়নি। তাই তারাও ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে।

পবিত্র ঈদুল আজহা মূলত মুসলিমবিশ্বের অন্যতম প্রধান একটি উৎসব।
এদিন মুসলিমরা নামাজ আদায়, পশু কোরবানি ও দান-খয়রাতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এ ছাড়া এটি হজের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2