avertisements 2

উষ্ণতার খোঁজে কক্সবাজার সৈকতে পর্যটকদের ঢল!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:১৬ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

টানা তিন দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকের বিচ কর্মীরা। এবারের ছুটিতে কক্সবাজারে ৫ লাখের বেশি পর্যটকের উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে ৫০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। 

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্ট পর্যটকে ঠাঁসা। বিনোদনপ্রেমীদের চাপ বাড়ায় প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

সরেজমিন দেখা গেছে, শীতের কুয়াশা মাখা হাওয়ায় সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড় করছেন হাজারো মানুষ। ভিড় রয়েছে হোটেল-মোটেলের অলিগলিতেও। 

বাংলাদেশ ট্যুর অপারেটরের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, তিন দিনের ছুটিতে আমাদের সব হোটেল বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক অনলাইনে রুম চাইলেও তাদের দিতে পারছি না। আশা করি এই তিন দিনে সাড়ে ৩ লাখ পর্যটক সমাগম হবে।

পর্যটকদের দায়িত্বে নিয়োজিত লাইফ গার্ড কর্মী ইউছুফ বলেন, কাল থেকে সমুদ্র সৈকতে পর্যটকের চাপ বেশি। যা আমাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজান বলেন, কক্সবাজার জেলায় যত পর্যটক স্পট রয়েছে, সেখানে ৩ দিনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের যেন কোনো ধরনের হয়রানি না হয়, সেজন্য হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2