ভাইয়ের চিতার আগুন নিভার আগে আরেক ভাই নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কাঞ্চন দেবনাথ (৪৫)। তার পরিবার নিয়ে চট্টগ্রামের চকবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। চাচাতো ভাইয়ের মৃত্যুতে তার শেষকৃত্যে এসেছিলেন গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামে। বিকালে তার ভাইয়ের চিতায় আগুন দিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। শুক্রবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত ডা. পুলিন বিহারী নাথের পুত্র। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। কাঞ্চন দেবনাথ পরিবার নিয়ে শহরে থাকলেও সপ্তাহে একদিন তার বাবার চেম্বারে এসে চিকিৎসাসেবা দিতেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে তার বোন মিতালী দেবী জানান, বৃহস্পতিবার বিকালে আমার জেঠাতো ভাই মারা গেছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ভাইকে চিতায় তুলে শহরের বাসার উদ্দেশ্য রওনা হয় কাঞ্চন। পরবর্তীতে বিকাল ৫টার দিকে খবর পাই নতুন ব্রিজ এলাকায় গাড়ি এক্সিডেন্টে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারা গেছেন এবং মোটরসাইকেলে থাকা আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।