avertisements 2

বাবার মৃত্যুর শোক শেষ না হতেই একই দিনে ৫ ভাই নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০৪:১৬ এএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে পিকআপভ্যানচাপায় পাঁচ ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক ভাই ও এক বোন। মঙ্গলবার ভোর ৫টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন হাসিনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— অনুপম সুশীল (৪৩) নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও প্রলয় সুশীল (২৬)।  

আহতরা হলেন— মেয়ে হিরা রানী সুশীল (৩৮) ও রক্তিম সুশীল (৩৩)। হতাহতরা সবাই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং হাসিনাপাড়ার মৃত সুরেশ চন্দ্র সুশীলের ছেলে। সুরেশ চন্দ্রের ছেলে প্লাবন সুশীল জানান, নিহতদের বাবা সুরেশ বিগত ১০ দিন আগে পরলোক গমন করেন।

মঙ্গলবার কর্মস্নান উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে ডুলাহাজারা মহাশ্মশানে যাওয়ার জন্য মহাসড়কের মালুমঘাট নামক স্থান দিয়ে পার হচ্ছিলেন। এ সময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী তরকারিবোঝাই দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তিন ভাইবোন। তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অপর ভাই প্রলয় সুশীলের মৃত্যু হয়।

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়ত হোসেন জানান, পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও এক ভাইয়ের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2