avertisements 2

শপথ নিয়ে বেরুতেই আটক হলেন চার ইউপি চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জানুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ১২:২৯ এএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন শপথ গ্রহণের পরই। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথগ্রহণ শেষে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী চার চেয়ারম্যান। এর পরপরই তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন।

গ্রেফতাররা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

পুলিশ সুপার জানান, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যানই নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোটেক শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে সকালে নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে তৎকালিক উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি আঞ্চলিক দল জনসংহতি সমিতি এম এন লারমা গ্রুপের নেতা ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2