জয়নাল হাজারীর কুলখানিতে ১৫ হাজার লোক খাওয়াবেন নিজাম হাজারী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীর কুলখানির আয়োজন করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। আগামী ২২ জানুয়ারি ফেনী শহরের মাস্টারপাড়ার হাজারী বাড়িতে আয়োজিত হবে এ কুলখানি। এতে যাবতীয় অর্থ খরচ করবেন নিজাম উদ্দিন হাজারী।
সদ্য প্রয়াত জয়নাল হাজারীর ভাতিজা সাবেক কমিশনার টিটু হাজারী জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৫ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন চলছে। ইতোমধ্যে এমপি কুলখানির জন্য ১২টি গরু কিনেছেন। এছাড়াও তিনি প্যান্ডেল তৈরিসহ কুলখানির যাবতীয় খবরা-খবর রাখছেন। আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।
ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকন হাজারী জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর কুলখানিতে যাবতীয় ব্যয় বহন করছেন।