avertisements 2

জয়নাল হাজারীর কুলখানিতে ১৫ হাজার লোক খাওয়াবেন নিজাম হাজারী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীর কুলখানির আয়োজন করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। আগামী ২২ জানুয়ারি ফেনী শহরের মাস্টারপাড়ার হাজারী বাড়িতে আয়োজিত হবে এ কুলখানি। এতে যাবতীয় অর্থ খরচ করবেন নিজাম উদ্দিন হাজারী।

সদ্য প্রয়াত জয়নাল হাজারীর ভাতিজা সাবেক কমিশনার টিটু হাজারী জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৫ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন চলছে। ইতোমধ্যে এমপি কুলখানির জন্য ১২টি গরু কিনেছেন। এছাড়াও তিনি প্যান্ডেল তৈরিসহ কুলখানির যাবতীয় খবরা-খবর রাখছেন। আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকন হাজারী জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর কুলখানিতে যাবতীয় ব্যয় বহন করছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2