avertisements 2

বিপিএল সিইও নয়, বিসিবি সভাপতি হতে চান সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:০৩ পিএম, ১০ মে,শুক্রবার,২০২৪

Text

বিপিএল নিয়ে কিছুদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বলেছিলেন, বিপিএলের সিইও হলে পুরো টুর্নামেন্টকে গোছাতে সময় লাগবে ১ থেকে ২ মাস। সাকিবের এমন বক্তব্যের পর বিসিবির কর্মকর্তা শেখ সোহেল সাকিবকে আমন্ত্রণ জানান বিপিএলের সিইও হওয়ার। এবার সাকিব বললেন, বিপিএলের সিইও নন, বিসিবির সভাপতি হতে চান তিনি। 

যেন কথার যুদ্ধে নেমেছেন সাকিব আল হাসান এবং বিসিবির কর্তারা। বিপিএল শুরুর আগে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন সাকিব। বলেছিলেন, সিইও হলে দুই মাসের মধ্যে সব অব্যবস্থাপনা দূর করবেন তিনি। 

সাকিব সিইও হলে সব নতুন করে সাজাবেন এমন মন্তব্যের পর বিসিবির কর্মকর্তা শেখ সোহেল সাকিবকে আমন্ত্রণ জানান বিপিএলের সিইও হওয়ার। এবার সাকিব বললেন, বিপিএলের সিইও নন, বিসিবির সভাপতি হতে চান তিনি।

একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সাকিবকে শেখ সোহেলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, 'বিপিএলের সিইও কেন? বিসিবির সভাপতি হতে সমস্যা কোথায়?' হেসে উত্তর দেন সাকিব।

এর আগে বিপিএল নিয়ে সাকিব বলেছিলেন, 'আমি সিইও হলে এক-দুই মাসের মধ্যে সব অবকাঠামো পরিবর্তন করে ফেলতাম। নতুন করে নিলাম হতো, সেরা প্রযুক্তির ব্যবহার থাকতো, সবচেয়ে ভালো সম্প্রচার ব্যবস্থা থাকতো।' 

সাকিবের এমন মন্তব্য নিয়ে শেখ সোহেল বলেন, 'সাকিব যদি সিইও হতে চায় তাহলে তো খুবই ভালো। সে এসে সিইওর দায়িত্ব নিক। সে তো আমাদেরই একজন।' 

এবার সাকিব আল হাসান পালটা উত্তর দিয়ে বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করলেন। এর আগেও একবার বিসিবির সভাপতি হলে কী করতেন এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সাকিব। তখনো বিভিন্ন পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি।  

বিষয়:

আরও পড়ুন

avertisements 2