avertisements 2

বিপিএলে আজ সাকিবের মুখোমুখি মাশরাফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:৩২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের। সিলেটের দ্বিতীয় ম্যাচ হলেও বরিশালের এটিই প্রথম ম্যাচ এবারের আসরে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

মাশরাফির নেতৃত্বে সিলেট দলে রয়েছেন মুশফিকুর রহীম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তরুণ পেসার রেজাউর রহমান রাজা, জাকির হাসান, মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মতো তারকারা।

অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের পাশাপাশি আছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলী, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজের মত ক্রিকেটাররা। 

তবে সব কিছু ছাপিয়ে লড়াইটা মূলত সাকিব ও মাশরাফির। দুজনই বিপিএলের সফলতম অধিনায়কদের তালিকায় থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকার লড়াই কেমন হয়, সেদিকে থাকবে সবার চোখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2