avertisements 2

পেলের কফিনের সঙ্গে সেলফি তুলে সমালোচিত ফিফা সভাপতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:৩৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতার বিশ্বকাপে বিভিন্ন মন্তব্যে ও ফাইনালের মেসিকে ধরে ট্রফির কাছে নিয়ে হয়েছিলেন সমালোচিত। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের শেষকৃত্যে হাজির হয়ে আরেক কান্ড করে হলেন সমালোচিত।

পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরাদেহ রাখা হয়েছে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানে শ্রদ্ধা জানতে যান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। পেলেকে সবাই যেন এক নজর দেখতে পান সেই জন্য খুলে রাখা হয় কফিনের ঢাকনা। আর সেই খোলা ঢাকনার সামনে নিজের ফোন বের করে ছবি তোলেন  ইনফান্তিনো। তার সেলফিতে থাকতে পারতেন পেলের বোনও। তবে সেলফি তোলার আগেই পাশে সরে গিয়েছিলেন তিনি।
 
সমবেদনা জানাতে এসে এমন সেলফি তোলায় ইনফান্তিনোকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে চারদিকে। সেলফি তোলার পর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান ইনফান্তিনো। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2