পেলের মৃত্যুর খবর জানেন না তাঁর শতবর্ষী মা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:৫৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সংগৃহীত
ফুটবলের রাজা খ্যাত পেলে আর নেই। ২৯ ডিসেম্বর পৃথিবীর মায়া ছেড়ে ব্রাজিলীয় কিংবদন্তি এখন চিরতরে ঈশ্বরের কাছে। পেলের মৃত্যুতে শোকের ছায়া পৃথিবীজুড়ে। তাঁর মৃত্যুতে ব্রাজিলের ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসেনারো। আর ফুটবল রাজার দশ নাম্বার জার্সি তুলে রাখতে চায় সান্তোস। যদিও এর জন্য অনুমোদন প্রয়োজন ফিফা ও কনমেবলের। এখন ছেলের মৃত্যুর খবর জানেন না পেলের শতবছর বয়সী মা।
নিজ শহর তো বটেই বিশ্ব জুড়েই চলছে শোকের মাতম। রাজাকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো বিশ্ব। ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
তাকে শ্রদ্ধা জানাতে ক্রাইস্ট দ্যা রেডিমার রঙিন ব্রাজিলের পতাকার রঙে। সাও পাওলোর শপিং সেন্টারগুলোতে সোভা পাচ্ছে রাজার ছবি। আর যেই মারাকানায় নিজের হাজারতম গোল পূর্ন করেছেলিন সেই স্টেডিয়ামে ছড়িয়েছে সোনালি আভা।
যেই ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সির পূর্ণতা এনে দিয়েছিলেন পেলে। সেই ক্লাব সান্তোস তাকে শ্রদ্ধা জানাতে তুলে রাখতে চায় ১০ নম্বর জার্সি। তবে এখনি তা সম্ভব নয়। আন্তর্জাতিক টুর্নামেন্টের বাধ্যবাধকতার জন্য অনুমোদন প্রয়োজন ফিফা এবং কনমেবলের। আর কয়েকটি নম্বরের মতো হলেও এর মাহাত্ম এনে দিয়েছিলেন পেলে। ভিন্ন মাত্রা যোগ হয়েছে এই নম্বরে।
সোমবার (২ জানুয়ারি) সান্তোসের নেক্রোপল ইকুমিনিকা মেমোরিয়ালে হবে শেষকৃত্যানুষ্ঠান। এর আগে সান্তোসের রাস্তায় রাস্তায় তাকে শ্রদ্ধা জানানো হবে।
এদিকে ছেলের মৃত্যুর খবর এখনো জানেন না পেলের ১০০ বছর বয়সী মা। অথচ তার মা ডোনা সেলেস্তে বেঁচে আছেন। তার মায়ের বয়স হয়েছে ১০০ বছর। শয্যাশায়ী হয়ে বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন। কিন্তু ছেলের মৃত্যুর ব্যাপারে কিছুই জানেন না মা ডোনা সেলেস্তে। বরং তাকে শোনানো হয়নি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেন, পেলের ৭৮ বছর বয়সী বোন মারিয়া লুসিয়া দো নাসিমেন্তো। - মার্কা, মিরর, ইন্ডিয়ান এক্সপ্রেস।
কয়েক মাস আগেই মায়ের শতবর্ষ উপলক্ষে ছবি পোস্ট করেছিলেন পেলে। ব্রাজিলের পক্ষ থেকে সম্প্রতি 'ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার' সম্মাননা দেয়া হয়েছে তাকে। সেই মাকে রেখে পেলে এখন অন্যলোকে। অথচ তিনি জানতেন যে, পেলে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এখনো মৃত্যুর ব্যাপারে অবগত নন দোনা।
পেলের বোন মারিয়া বলেন, আমরা কথা বলেছিলাম কিন্তু তিনি মৃত্যুর ব্যাপারে কিছু জানেন না। তার একটি নিজস্ব জগত আছে, সেখানে তিনি ভালোই আছেন। মাঝেমধ্যে আমি তাকে বলেছি, সেলেস্তিকা, দিকোকে (পেলে) দেখতে এমন লাগে এখন। তিনি চোখ খুলে বললেন, তার জন্য প্রার্থনা করো। কিন্তু মৃত্যুর ব্যাপারে অবগত নন।