কোহলিকে আউট করে বুনো উল্লাস বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ পিএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ফেরানোর পর জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
ম্যাচে কোহলিকে আউট করে বুনো উল্লাসে মেতেছে বাংলাদেশ। যার ফলে মাঠে কোহলির সঙ্গে তর্কেরও সৃষ্টি হয়। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাগান্বিত কোহলি বাজে শব্দও চয়ন করেন।
এই ম্যাচে শেষ ইনিংসে জিততে হলে ভারতকে করতে হবে ১৪৫ রান। তবে ৩৭ রানের মধ্যে সফরকারীদের ৪ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। টপ অর্ডারের মূল চার ব্যাটসম্যানই ফিরেছেন প্যাভিলিয়নে।
এরমধ্যে কোহলির উইকেট পেয়ে বেশি উল্লাসে মেতেছে টিম বাংলাদেশ। ভারতীয় ইনিংসের ২০তম ওভারে মিরাজের বলে শর্ট ফাইন লেগে অসাধারণ একটি ক্যাচ ধরেছেন মুমিনুল। মাত্র ১ রান করে বিদায় নিতে হয়েছে কোহলিকে।
এই সময় টাইগারদের বুনো উল্লাস দেখে কিছুটা রেগে যান কোহলি। উল্লসিত টাইগার ক্রিকেটারদের দিকে হাত উঁচিয়ে কথাও বলতে দেখা যায় তাকে। পরবর্তীতে আম্পায়ার এবং সাকিব এসে কথা বলে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন কোহলিকে।